• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি

আরটিভি নিউজ

  ১০ মে ২০২২, ২৩:১২

নেত্রকোনার বারহাট্টায় ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) বারহাট্টা থানায় এ মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুল বারেক (৩৫)। তিনি উপজেলার শ্রীরামপুর হোসনে আরা খন্দকার হাফিজিয়া মাদরাসার শিক্ষক।

জানা গেছে, নির্যাতনের শিকার ছাত্র শ্রীরামপুর হোসনে আরা খন্দকার হাফিজিয়া মাদরাসায় বোডিং এ থেকে লেখাপড়া করে। গত ২৫ এপ্রিল রাত দশটার দিকে ওই ছাত্র তার এক বন্ধুকে নিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে রুমের বাইরে আসে। এরপর রুমে ফেরার সময় আব্দুল বারেক তাকে নিজের রুমে ডেকে নিয়ে বলাৎকার করেন।

এরপর ওই ছাত্র লজ্জায় বিষয়টি কাউকে জানায়নি। কিন্তু মলদ্বারে তীব্র ব্যাথার কারণে গত রোববার সে বাড়িতে ফিরে তার মাকে শিক্ষকের অপকর্মের কথা জানায়। এরপর ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়।

বারহাট্টা থানার ওসি মুহাম্মদ লুৎফুল হক বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। মামলার পরপরই ওই শিক্ষক গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি
মাদরাসা শিক্ষকদের জন্য সুখবর
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
X
Fresh